রেললাইনে বিস্ফোরণ
আজ সকাল সাড়ে দশটা নাগাদ অণ্ডালের কাছে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রেল সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অণ্ডাল-সাঁইথিয়া লাইনে সিঁডুলি স্টেশন থেকে প্রায় ৪০০ মিটার দূরত্বে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণের কিছু আগে হুল এক্সপ্রেস ওই লাইন দিয়ে যায়। এরপর অণ্ডালগামী একটি ইঞ্জিন পেরোনের মিনিট খানেকের মাথায় বিকট আওয়াজ পেয়ে ছুটে যায় রেল পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে জিআরপি ও রেলের আধিকারিকেরা। বিস্ফোরণের পিছনে মাওবাদীদের হাত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।